amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৪ মে ২০২৩

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত ০১

আবিদ হাসান, ময়মনসিংহ
মে ৪, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ মহা সড়কের হবিরবাড়ি আমতলি এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টায় একটি পিকআপ উল্টে চালক ইমরান হোসেন(২৫) নিহত হয়েছেন।

নিহত ইমরান নারায়নগঞ্জ সদর উপজেলা হালিরটেক গ্রামের আব্দুল মতিনের ছেলে।

হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় নারায়নগঞ্জ গামী একটি পিক আপ (ঢাকা-মেট্রো-১২-১২৮২) ঘটনাস্থলে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহা সড়কের উপর উল্টে গিয়ে চালক পিক আপের ভেতরে আটকে যায়।

এ সময় স্থানীয় লোকজন ভালুকা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আটকে যাওয়া চালককে গাড়ির ভেতর থেকে উদ্ধার করেন ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ভরাডোবা হাইওয়ে থানা (ইনচার্জ) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।