amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সেচ্ছাসেবকলীগ নেতা কতৃক ট্রাক ড্রাইভারের উপর হামলার অভিযোগ

ময়মনসিংহ ব্যুরো চিফ
মে ৪, ২০২৪ ২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম মহসিন শাওন কতৃক ট্রাক ড্রাইভার মোঃ আকরামুলের উপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ আকরামুলের পিতা মোঃ হানিফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগসূত্রে জানা যায়, শুক্রবার রাতে ট্রাক ড্রাইভার আকরামুল ভালুকা ওবদার মোড় হতে ট্রাক নিয়ে রাংচাপড়ার উদ্দেশ্যে রওনা হলে ভালুকা বাস স্ট্যান্ড স্মৃতিসৌধ চত্বরে জ্যাম থাকায় ভালুকা পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওন ট্রাক ড্রাইভার আকরামুলের উপর ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওনের নির্দেশে ট্রাক ড্রাইভার আকরামুলকে হত্যার উদ্দেশ্যে শাওন,নঈম সহ অজ্ঞাত ৪-৫ জন দা, লাঠি,লোহার, রড দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে প্যান্টের পকেটে থাকা নগদ ৫৭০০০/- টাকা ও আকরামুলের মোবাইল ফোন ছিনিয়ে নিলে পার্শ্ববর্তী দোকানে থাকা মো: লিটন মিয়া এ ঘটনায় প্রতিবাদ ও ভিডিও ধারন করলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাওন, লিটন মিয়ার সাথে থাকা আই ফোন-১২ (৮৫০০০/-টাকা মূল্যের ) ফোনটি ভাংচুর করে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে শাওন,নঈম ও তার সঙ্গীয়রা আকরামুলকে খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আকরামুলকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় আকরামুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ভালুকা মডেল থানার ওসি আকন্দ জানান, অভিযোগ পেয়েছি ঘটনার তদন্তপূর্বক আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।