amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৩ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় স্বামীর প্রতারণার শিকার স্ত্রী, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার
জুলাই ১৩, ২০২৪ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় অভিনব কৌশলে তাসলিমা আক্তার নামে এক যুবতীকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার করছেন মো: ওয়াশিকুর রহমান (সুমন) নামে এক ব্যাক্তি। এ ঘটনায় ভুক্তভোগী তাসলিমা আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার আশরাফ আলীর মেয়ে তাসলিমা আক্তার(২৮)’র সাথে ময়মনসিংহের ভালুকার পাঁচগাও এলাকার শামছুল হকের ছেলে মো: ওয়াশিকুর রহমান সুমন(২৮)’র দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর ২০১৭ সালে নোটারী পাবলিক ও স্থানীয় হুজুরের মাধ্যমে তাসলিমা আক্তারকে ওয়াশিকুর রহমান (সুমন) বিয়ে করে তাসলিমাকে তার পৈতৃক বাড়ীতে রেখে ওয়াশিকুর রহমান (সুমন) ২য় বিয়ে করে। পরে ২য় স্ত্রীকে তালাক প্রদান করে পুনরায় ১৬-০৫-২০২৪ ইং তারিখে কাবিনের মাধ্যমে বিয়ে করে নিজ বাড়িতে না নিয়ে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবী করে সখিপুর থানা এলাকায় বাসা ভাড়া করে রাখে। এক পর্যায়ে তাসলিমা স্ত্রীর স্বীকৃতির আশায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা যৌতুক প্রদান করলেও তাসলিমাকে না জানিয়ে তার স্বামী ৩য় বিয়ে করেন পরে এক পর্যায়ে তাসমিলা স্ত্রীর দাবীতে বাড়িতে অনশন করলে তার স্বামী এলোপাথাড়ি হামলা চালিয়ে তাকে আহত করে তাসলিমাকে বাড়ি থেকে বের করে দেয়।

এ ঘটনায় ওয়াশিকুর রহমান (সুমন)  পরোক্ষভাবে তাছলিমাকে ঘরে তুলতে রাজি হলেও বিয়ের বিষয়টি অকপটে অস্বীকার করেছেন।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।