amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভাল মানুষের সংখ্যা বেশি কিন্তু সংঘবদ্ধ নয়

এম ওসমান গনি
মার্চ ৬, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে দুষ্টু লোকের সংখ্যা অনেক কম কিন্তু তারা সংঘবদ্ধ অপরদিকে ভাল মানুষের সংখ্যা বেশি হলেও তারা একে অপরের সাথে বিচ্ছিন্ন এজন্য দুষ্টু লোক শক্তিশালী। তাই ভাল মানুষের একতার কোন বিকল্প নাই।

মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মোসাঃ সুরাইয়া বেগম হাটহাজারীতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মসজিদের ইমাম ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে রোববার উপজেলা অডিটোরিমে সভায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, এসিল্যান্ড আবু রায়হান, ইউএইচএফপিও রশ্মি চাকমা, হিসাবরক্ষণ কর্মকর্তা আকরাম হোসেন, ইমাম সমিতির সভাপতি অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, ফতেপুরের জায়নুল আবেদীন, নাঙ্গলমোড়ার হারুন উর রশিদ, গুমানমর্দ্দনের মুজিবুর রহমান, মির্জাপুরের আকতার হোসেন খান সুমন, কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।