রাত পেরোলেই ভূজপুর ইউপি নির্বাচন। শেষ মূহুর্তের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভূজপুর ইউপি নির্বাচন। প্রার্থী, প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ভূজপুর। সারাদিন জনসংযোগ এর পর সন্ধ্যায় করছে পথসভা। এলাকায় সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন প্রার্থীরা।
গত ১২জুন (বুধবার) ভূজপুর ইউপি ২নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আবুল খায়ের (বশর) ফুটবল প্রতীকের এক পথসভার আয়োজন করে।
স্থানীয় আছরের ডেবা এলাকায় এ পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
স্থানীয় ওয়ার্ডের ভোটার থেকে শুরু করে আশপাশের ওয়ার্ডের মানুষ ও আশপাশের মহিলারা ও অংশ নেয় এ পথসভায়।
মোহাম্মদ মঈনুদ্দিন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আবুল খায়ের (বশর), মোঃ ডালিম, মোহাম্মদ জাহাঙ্গীর, শ্রী সুক্ত বাবু, নির্মল কুমার ত্রিপুরা, হেলাল মাষ্টার, মোঃ তাহের, তুয়ান আলী, আচাদুল হক, মোঃ জাহাঙ্গীর, রমজান আলী, মোঃ শফি, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ আলাউদ্দিন, শ্রী কুম্ভ বাবু, মোঃ ইউনুস, আবুল জালাম সর্দার, মাসুদ রানা, মোঃ মুসা, মোঃ হাসেম, মোঃ তোফাজ্জল, আলী আকবর প্রমুখ।