amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৪ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুর ইউপি নির্বাচনে ফুটবল মার্কার পথসভায় ভোটারদের ঢল

Muhammad Jipon
জুন ১৪, ২০২২ ৮:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাত পেরোলেই ভূজপুর ইউপি নির্বাচন। শেষ মূহুর্তের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভূজপুর ইউপি নির্বাচন। প্রার্থী, প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ভূজপুর। সারাদিন জনসংযোগ এর পর সন্ধ্যায় করছে পথসভা। এলাকায় সভা-সমাবেশ করে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন প্রার্থীরা।

গত ১২জুন (বুধবার) ভূজপুর ইউপি ২নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আবুল খায়ের (বশর) ফুটবল প্রতীকের এক পথসভার আয়োজন করে।

স্থানীয় আছরের ডেবা এলাকায় এ পথসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

স্থানীয় ওয়ার্ডের ভোটার থেকে শুরু করে আশপাশের ওয়ার্ডের মানুষ ও আশপাশের মহিলারা ও অংশ নেয় এ পথসভায়।

মোহাম্মদ মঈনুদ্দিন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী আবুল খায়ের (বশর), মোঃ ডালিম, মোহাম্মদ জাহাঙ্গীর, শ্রী সুক্ত বাবু, নির্মল কুমার ত্রিপুরা, হেলাল মাষ্টার, মোঃ তাহের, তুয়ান আলী, আচাদুল হক, মোঃ জাহাঙ্গীর, রমজান আলী, মোঃ শফি, মোহাম্মদ হান্নান, মোহাম্মদ আলাউদ্দিন, শ্রী কুম্ভ বাবু, মোঃ ইউনুস, আবুল জালাম সর্দার, মাসুদ রানা, মোঃ মুসা, মোঃ হাসেম, মোঃ তোফাজ্জল, আলী আকবর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।