amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৩ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দীক (রাঃ) মাদ্রাসার বার্ষিক মাহফিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৩, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দীক (রাঃ) মাদ্রাসার ২০তম বার্ষিক মাহফিল, পুরষ্কার বিতরণ ও দস্তারবন্দী সম্মেলন-২০২৫ সম্পন্ন হয়েছে।

শুক্রবার(১০জানুয়ারী) দিনব্যাপী মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন এহ্ইয়াউসসুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহ্জাহান।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন-হেফাজতে ইসলামের বাংলাদেশের আমির
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা নিজাম উদ্দিন ও শিক্ষা পরিচাল মাওলানা ইসমাইল হোসেন সিরাজীর যৌথ সঞ্চালনায় মাহফিলে আলোচক ছিলেন- হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদবী, বাবুনগর মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি মাহমুদ হাসান,মাওলানা আব্দুস সমদ ইছাপুরী, আল্লামা জুনাইদ বিন জালাল,মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা ছলিম উদ্দিন দৌলতপুরী।

মাহফিলে কুরআন হিফয সম্পন্ন কারী ছাত্রদের দস্তারবন্দী এবং বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরষ্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।