amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মনোবিজ্ঞান আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৫তম ব্যাচ

জবি প্রতিনিধি:
মার্চ ৬, ২০২৩ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত টুর্নামেন্টে ১২,১৩,১৪,১৫,১৬ এবং ১৭ ব্যাচ অংশগ্রহণ করেন।  ৬ মার্চ অনুষ্ঠিত  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি সাইন্স ফ্যাকাল্টির মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ১৩ ও ১৪তম সম্মিলিত ব্যাচের মুুুখোমু হয় ১৫তম ব্যাচ। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ১৫তম ব্যাচ।

গতকাল ৫ মার্চ উক্ত টুরটুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আকরাম উজ্জামান। এসময় বিভাগের অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার উপস্থিত ছিলেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো: ইব্রাহিম ফরাজি এবং সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। মনোবিজ্ঞান  ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এরকম আয়োজনে  অংশগ্রহণ করতে খুবই ইচ্ছুক বলে  জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।