ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ৩নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর জেলার সখিপুর থানার ডি,এম,খালি ইউনিয়নের কৃতি সন্তান আরমান মাহমুদ তুষার।
গত ২৬ এপ্রিল মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এর আগে আরমান মাহমুদ তুষার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিবার থেকে বেড়ে উঠা তুষার এর মরহুম পিতাও আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তার মা বর্তমানে সখিপুর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক তুষার জানান, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার চাচা ও সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামিম (এমপি) মহোদয়ের প্রতি, এছাড়া ধন্যবাদ জানাচ্ছি মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ভাইয়ের প্রতি যার হাত ধরেই ঢাকায় রাজনীতি শুরু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাওয়া প্রতিজ্ঞা করছি সেই সাথে সততা ও নিষ্ঠার সাথে যেন কাজ করে যেতে পারি এই দোয়া চাই।