মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) কে নিয়ে ইন্ডিয়ার বিজেপির দুই নেতার অবমাননা মুলক বক্তব্যের নিন্দা জানানো হয়েছে মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ আল আইন সানাইয়া শাখার বার্ষিক কাউন্সিল অধিবেশনে। সংযুক্ত আরব আমিরাতের গ্রীন সিটি আল আইন সানাইয়া হক ভান্ডার দায়রা শরিফে অনুষ্টিত এ অনুষ্টানে সভাপতিত্ব করেন কমিটির প্রধান উপদেষ্টা আশেকানে হক ভান্ডারী মোহাম্মদ ফরিদ মিয়া।
কমিটির আহবায়ক মোঃ হাবিব উল্লাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আজমান হক কমিটির প্রতিষ্টাতা ও বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য আলহাজ্ব মোঃদিদারুল আলম।
কমিটির ঘোষনাপত্র পাঠ করেন দুবাই আবির শাখার সভাপতি ও আমিরাতের সমন্বয়ক মোঃ শফিউল আলম। কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম হামিদ উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির সাবেক অর্থ সম্পাদক আবু আহমেদ সহ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন মোজাম্মেল হক,জাহেদুল ইসলাম,ফয়জুল ইসলাম করিম,মোঃ মুরাদ প্রমুখ।
সভায় সকলের সর্ব সম্মতিক্রমে মোঃ নুরুল আজিমকে সভাপতি, এস এম হামিদ উল্লাহকে সাধারণ সম্পাদক, আবু আহমেদ কে যুগ্ন সাধারণ সম্পাদক,সাবেরুল আলমকে সাংগঠনিক সম্পাদক এবং মোঃ সরোয়ারকে অর্থ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
মিলাদ কিয়াম পরিবেশনা করেন শারজা শাখার জোবাইদুল ইসলাম।