amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মহান আল্লাহর নৈকট্য লাভের আসায় রামগঞ্জে মুসলমান হলেন হিন্দু পরিবার

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ১০, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন একটি হিন্দু পরিবার।

আজ শুক্রবার জুম্মার নামাজের পূর্বে দল্টা পালের বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি শুয়াইবের হাতে কালেমা পড়ে আব্দুর রহমান (৩৫) নামক এক নওমুসলিম ইসলাম ধর্ম গ্রহন করেন।

পরে জুম্মা নামাজ শেষে দল্টা রহমানীয়া উচ্চবিদ্যালয় শ্রেণী কক্ষে আব্দুর রহমানের স্ত্রী মোছা: মরিয়াম বেগম (৩০), ছেলে মো: ইয়াসিন আরাফাত (৫) মোছাঃআয়েশা ছিদ্দিকা (১) কে কালেমা পড়িয়ে মুসলমান করা হয়।
নওমুসলিম আব্দুর রহমানের বাড়ি উত্তর দল্টা গ্রামের মালী বাড়ি।

বর্তমানে তিনি দল্টা দিঘীর পাড় নামক স্থানে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

আব্দুর রহমান জানান হিন্দুধর্ম ত্যাগ করার পূর্বে আমার নাম ছিল সহদেব, স্ত্রীর নাম ছিল পিংকি, ছেলের নাম ছিল রুদ্র, মেয়ের নাম ছিল নিথিলা।

আব্দুর রহমান জানান, গত দুই বছর আগে তিনি ক্যান্সার নামক একটি মরণঘাত রোগে আক্রান্ত ছিলেন। তখনি মুসলমান নামক এক ডাক্তার কাছে চিকিৎসা নিতে যান।
ডাক্তার চিকিৎসা দেন আর তাকে পরের দিন পবিত্র কদেরর রাতে আল্লাহর দরবারে ক্ষমা, সাহায্য সহ এবাদত করতে বলেন।
আব্দুর রহমান তাহা পালন করেন। ধীরে ধীরে পবিত্র কোরআন শরীফ বাংলা অনুবাদ সহ পড়তেন। ইসলাম ধর্ম গ্রহন করার আগে তিনি এবাদত করতেন। পরেই তিনি তার স্ত্রীকে মুসলমান হওয়ার জন্য অনুরোধ করেন। স্ত্রী তখনি প্রত্যাখান করেন পরেই নবী রাসূলগনের হাদিস, কোরআন অর্থসহ পড়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি ও নবী রাসূলগনের প্রতি বিশ্বাস ও ভালোবাসা অনুপ্রানিত হয়ে কোন প্ররোচনা না হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন।

আব্দুর রহমান আরো বলেন, বাবার কোটি টাকা সম্পদের মায়া ত্যাগ করে, আল্লাহর নৈকট্য লাভের আসায় আমি এবং আমার পরিবারকে হিন্দু ধর্ম ত্যাগের মধ্যেদিয়ে মুসলমান ধর্ম গ্রহন করেছি। এসময় তিনি সকল মুসলমান ভাইদের কাছে দোয়া কামনা করেন।

এ সময়ে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের মেম্বার মহসিন রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী একেএম জসিম উদ্দিন, মাষ্টার দিদারুল আলম,জাকির হোসেন ভূঁইয়া, আহছাদ পাল,আব্দুল কাদের সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।