amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মহামান্য রাষ্ট্রপতিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অভিনন্দন জ্ঞাপন

জাহিদুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
এপ্রিল ২৫, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। গতকাল ২৪ এপ্রিল রাতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার ব্যক্তিগত ফেসবুক পেইজে এই অভিনন্দন জানান। অভিনন্দনবার্তায় তিনি বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে অভিষিক্ত হলেন জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে অভিষেক গ্রহণের মধ্য দিয়ে বিধান অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আচার্য হিসেবেও মহামান্যের অভিষেক সম্পন্ন হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য মৃত্তিকার সন্তান, আমাদের পরম আত্মীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের আচার্য, সেই অর্থে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব গ্রহণে আমরা আনন্দিত। এই মাহেন্দ্রক্ষণে নব-অভিষিক্ত মহামান্যকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উপাচার্য হিসেবে গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন জানাই। একইসঙ্গে একটানা দশ বছরের কর্মজীবনের আনন্দঘন পরিসমাপ্তিতে বিদায়ী রাষ্ট্রপতির অবদানকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করি ও তাঁর অবসর-উত্তর জীবনের জন্য শুভকামনা জানাই। উল্লেখ্য, উপাচার্যের অভিনন্দনবার্তা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেইজে প্রচার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।