amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৭ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ২৭, ২০২২ ৭:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মোহাম্মদ জিপন
চট্টগ্রাম প্রতিনিধিঃ
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে দ্বি-মাসিক সভা, বৃক্ষরোপণ ও বস্ত্র বিতরণ কার্যক্রম গত ২৪ জুন (শুক্রবার) সংগঠনের কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।

সংগঠনের সভাপতি তরুণ কমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ফটিকছড়ি ‘ক’ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার কবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান, প্রজিত বড়ুয়া। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রুবেল শীল, অর্থ সম্পাদক সমীর দাশ ও ঝুমুর সর্দার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা সম্পাদিকা অর্চনা রানী আচার্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য শিবু ভট্টাচার্য।

এছাড়াও আরো বক্তব্য রাখেন কুমার রতন, ঝুন্টু শীল, ডা. উজ্জ্বল কুমার শীল, সোমা গুহ, সোনারাম আচার্য, বিষ্ণু শীল, সোমা শীল, আবু বড়ুয়া, সোমা চৌধুরী সুমি, রনা শীল, তুষার শীল, মানিক বড়ুয়া, কলিঙ্ক দাশ, এমটি সুজন ত্রিপুরা, সংগীতা শীল, রূপনা আচার্য।

অনুষ্টানে প্রধান অতিথি বলেন, দরবারে গাউসুল আজম গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীল হযরত আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান (ম.জি.আ) কেবলা কাবা মানব কল্যাণের জন্য নিজ এলাকার অসহায় দুস্থদের খুঁজে বের করে এদের সেবা করার জন্য অনুরোধ করেন। বক্তারা আরো বলেন, গাছ আমাদের অনেক উপকার করে। আজ এই সংগঠন এক হাজার চারা বিতরণ ও তিনশত চারা রোপণ করার জন্য যে উদ্যোগ নিয়েছে এবং ৩০ জন দৃষ্টি ও বাকপ্রতিবন্ধীকে বস্ত্র বিতরণ করছে, এ উদ্যোগকে স্বাগত জানাই। সূর্যগিরি আশ্রম শাখা এলাকায় প্রায় সময় এভাবে মানবতার কাজ করে যাচ্ছে। আমি এই সংগঠনের আরো সমৃদ্ধি কামনা করে গাউসুল আজম মাইজভাণ্ডারীর দরবারে ফরিয়াদ জানাই। পরে প্রধান অতিথি ঔষধি, ফলজ, বনজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সমাপনী বক্তব্য প্রদান করেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। পরিশেষে মরমী সংগীত পরিবেশন করেন মো. আরমান কাওয়াল ও তার দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।