amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের সব মাজার, দরগাহ, খানকাসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মাজারে হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শাহ আলম অভি। আবেদনকারী এই আইনজীবী সাংবাদিকদের বলেন, রবিবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে।

দেশের বিভিন্ন মাজার ও দরগায় হামলা-ভাঙচুরের ধারাবাহিকতায় সিলেটের হজরত শাহপরাণের (রহ.) মাজারে হামলার ঘটনা ঘটে। ওরস চলাকালে ৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, একদল লোক লাঠিসোঁটা নিয়ে মাজারে আক্রমণ করে এবং ভাঙচুর চালায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হামলাকারীদের ঠেকাতে গিয়ে পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত হয়।

স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক ও বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়কে রিটে বিবাদী করা হয়েছে।

মাজার, দরগাহ, খানকাসহ ধর্মীয় স্পআনার সুরক্ষা ও নিরাপত্তায় বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, জানতে বিবাদীদের প্রতি রুল চাওয়া হয়েছে রিটে।

সেই সঙ্গে মাজার, দরগাহ, খানকাসহ অন্যান্য ধর্মীয় স্থাপনায় হামলা-ভাঙচুর ঠেকাতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতেও রিটে রুল চেয়েছেন আবেদনকারী। মাজারে হামলা-ভাঙচুর সংক্রান্ত কালের কণ্ঠে প্রকাশিত খবরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর-প্রতিবেদন যুক্ত করা হয়েছে রিটে।  

আইনজীবী শাহ আলম অভি বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক। হাইকোর্টে রিট আবেদনের আগে তিনি বিবাদীদের আইনি নোটিশ পাঠান। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এবং দেশব্যাপী পীর-দরবেশ, অলি-আউলিয়া, বুজুর্গদের মাজার-খানকা, দরগাসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয় নোটিশে।

দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।