amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৪ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন- ওসি আবু বক্কর সিদ্দীক

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ২৪, ২০২২ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে আক্কেলপুর থানার সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেছেন, ‘যারা মাদক সেবী ও মাদক ব্যবসায়ী আছেন তাদের বলছি এখনো সময় আছে আপনারা মাদক পরিহার করুন,একমাত্র মাদকই সমাজের ঘটে যাওয়া সকল অপরাধের মূল চাবিকাঠি এই মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে,একটি পরিবারকে ধ্বংস করে দিতে একজন মাদকসেবীই যথেষ্ঠ,তাই মাদক ছাড়ুন নয়তো আক্কেলপুর ছাড়ুন।

রোববার (২৪ জুলাই) রাতে জয়পুুরহাট জেলার প্রাচীন ঐতিহ্যবাহী আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,জাতীয় সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ-(ইউএসবি) কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ সাংবাদিক সংবাদপত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহা-সচিব ও বাংলাদেশ সাংবাদিক ক্লাব লিঃ কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক নিরেন দাসের সাথে একান্ত আলাপকালে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে ও জয়পুুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁয়া-পিপিএম-সেবা’র দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এসব হুশিয়ারী উচ্চারণ করেন আক্কেলপুর থানার নবাগত ওসি আবু বক্কর সিদ্দীক।

গত বুধবার (২০ জুলাই) রাতে আক্কেলপুর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি আবু বক্কর সিদ্দীক। তার যোগদানের পরেই উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান শুরু করে পুলিশ এবং তার যোগদানের মাত্র ২-৪ দিনের মধ্যে পুলিশি ব্যাপক তৎপরতায় বেশকয়েক জন মাদক ব্যবসায়ীদের আটক করেছে আক্কেলপুর থানা পুুলিশ।

আলাপকালে ওসি আরও বলেন শুধুু মাদকই মাদকই নয় এই উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে সকল প্রকার অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করবে এবং থানায় কোন প্রকার দালালি বা তদবির চলবে না। যেকেউ সরাসরি আমার সাথে নির্ভয়ে কথা বলতে পারবেন এতে কারো অনুমতি লাগবে না। বা কারো যদি কোন অভিযোগ থাকে তারা সরাসরি আমার চেম্বারে আসবেন এতে কোন দালালের মাধ্যমে আসতে হবে না।

পাড়লে সহযোগীতা করুণ থানায় কারা দালালি করে করে তাদেরকে চিহ্নিত করে দিন আমি নিজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আর কেউ যদি মাদকের বিরুদ্ধে কেউ তদবির বা দালালি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে আক্কেলপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এতে অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওসি হুশিয়ারি দেন।

পরিশেষে আক্কেলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক আরও বলেন,বাংলাদেশ উন্নয়ন উন্নয়নের এক রোল মডেল,দেশ আরও এগিয়ে যাবার পথে সেখানে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়ে মাদক,মাদক জীবন,একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে, তাই মাননীয় প্রধানমন্ত্রী ও আইজিপি মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনাকে আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদককে নিয়ন্ত্রন করবোই করবো। এতে পুলিশকে তথ্য দিয়ে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ওসি আবু বক্কর সিদ্দিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।