চট্টগ্রামের অক্সিজেন শীতল ঝর্ণায় আবাসিকে অবস্থিত মানব সেবা বৃদ্ধাশ্রমের বাব-মাদের মাঝে খাবার বিতরণ করেছে আজব নুর বেগম ফাউন্ডেশন।
(১৬ সেপ্টেম্বর) শনিবার সামাজিক ও মানবিক আজব নূর বেগম ফাউন্ডেশন থেকে মাওলানা গোলামুর রহমান এর প্রতিষ্ঠিত বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির কেন্দ্রীয় সদস্য সাবরিনা চৌধুরী।
তিনি বলেন, সলিমপুরে অবস্থিত বৃদ্ধাশ্রমের বাবা মায়েদের সাথে। আমরা চাই কোন বাবা মা যেন উনাদের মত না থাকতে হয়। বাবা মা কে ভালবাসুন। বাবা মায়ের চেয়ে আপন কেউ হয় না।
তিনি আরো বলেন, সামাজিক মানবিক সংগঠন আজব নুর বেগম ফাউন্ডেশন যে উদ্দ্যোগ নিল তার জন্য তাদের কে কৃতজ্ঞতা জানাই।
চট্টগ্রাম এর সকল মানবিক সংগঠন এর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা সাপ্তাহে একবার হলেও বৃদ্ধ মা বাবাদের দেখে যাবেন সাথে করে কিছু নিয়ে আসবেন মনে করবেন নিজের পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ রহিম বাদশা বলেন, মানুষের মানুষের জন্য আজ জীবন জীবনের জন্য মানবসেবা বৃদ্ধশ্রম এর প্রতিষ্ঠাতা মাওলানা গোলামুর রহমান রাব্বানী মতো মানুষ এগিয়ে এসেছেন তার জন্য ওনাকে কৃতজ্ঞতা জানাই বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধশ্রৃের পাশে সবসময় আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশন থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন- মানবসেবা বৃদ্ধশ্রমের পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আরাফাত মামুন, শেখ রাসেল স্মৃতি সংসদ নাজিরহাট সভাপতি রাসেল, উত্তর জেলা ছাত্রলীগ সহ-সম্পাদক টিপু, সহ- সম্পাদক শহীদ, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের আরিফ, সবুজ, আদরের সানিকাসহ প্রমুখ।