amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মানষিক সুস্বাস্থ্য নিশ্চিতে নিটারের যুগোপযোগী সিদ্ধান্ত

রুবায়েত রশীদ, নিটার প্রতিনিধি:::
জুলাই ২৬, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে মানসিক স্বাস্থ্যের সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। তাদের মানসিক স্বাস্থ্য দেখভালের দায়িত্ব নিতে হবে পরিবারকে। ছাত্রছাত্রীদের ভালো লাগা, মন্দ লাগা, আবেগ, অনুভূতির সঙ্গে শিক্ষকেরা সরাসরি সম্পৃক্ত। তাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এরই লক্ষ্যে আগামী পহেলা আগস্ট, ২০২৩ সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ বা নিটারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। যেখানে আলোচকগণ শিক্ষার্থীদের মানষিক সাস্থ্য কথা বলবেন।এই পরামর্শ সভায় মানসিক স্বাস্থ্যের নানা দিক নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও মনোরোগবিশেষজ্ঞরা মুক্ত আলোচনায় অংশ নেয়ার আহ্ববান জানিয়েছে নিটার প্রশাসন ।

পরামর্শ সভার আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ইফ্রাত জাহান উপস্থিত থাকবেন। দেশ গঠনে অগ্রনী ভূমিকা রাখা তরুন তরুনীদের মানষিক স্বাস্থ্য জনিত সমস্যা সমাধানে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন নিটারের বর্তমান ও অতীত শিক্ষার্থীদের একাংশ। এতে নিটারের শিক্ষার্থীদের মূল্যবোধ বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা নিতে সাহায্য হবে বলে আশাব্যক্ত করেছেন অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।