মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম তরুণদের রাজনীতিতে উতসাহিত করতে তারুণ্যের মেলা আয়োজন করেন। কুমিল্লা কান্দিরপাড়ের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টের হল রুমে ১৯ জুন রোজ সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়।
মোট তিনটি সেশনে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় প্রথম সেশনে স্বাগত বক্তব্য রাখেন মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক কহিনুর বেগম ও তিনি ইয়ুথ ক্যাম্প সম্পর্কে ধারণা দেন , সভাপতির বক্তব্য রাখেন মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু। তিনি ইয়ুথ ক্যাম্পের বিভিন্ন বুথে কিভাবে অংশগ্রহণ করার সুযোগে রয়েছে সে সম্পর্কে ধারণা এবং অংশগ্রহণ করতে আহবান করেন। এখানে উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরফানুল হক রিফাত। এছাড়াও এই অনুষ্ঠানে আরও বিশেষ ব্যাক্তি-বর্গ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় সেশনে কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন রেজিষ্ট্রেশন, কুইজ প্রতিযোগিতা, ভিডিও বার্তা ও সার্টিফিকেট প্রদান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করেন।
তৃতীয় সেশনে তরুণদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেট টিম ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেট টিম অংশগ্রহণে প্রীতি- বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল মেধাবী “তরুণরা রাজনীতি বিমুখ” এর কারণ রাজনীতিবিদ নয়, নাগরিকদের সচেতনতার অভাবই দায়ী।দুটি দলই তাদের বিশেষ দক্ষতার প্রদশর্ন করেন তাই প্রীতি বিতর্ক হিসেবে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করা হয়।
মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম কুমিল্লার সাধারণ সম্পাদক কহিনুর বেগম বলেন এই অনুষ্ঠান তিন রাজনৈতিক দলের সম্পৃক্ততায় আয়োজন সম্পন্ন হয়েছে। যা থেকে বোঝা যায় দেশকে সুন্দর ভাবে পরিচালিত করতে প্রতিটি দলেরই সমান গুরুত্বের রয়েছে।
মাল্টি- পার্টি এডভোকেসি ফোরাম কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু তরুণদের আহ্বান করেন দেশের উন্নয়নে কাজ করার জন্য। দেশের উন্নতি সাধনের জন্য দলমত নির্বিশেষে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে পারলেই বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে।