amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মাহফিল কমিটির সাথে হাটহাজারী কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা

মোহাম্মদ মহিউদ্দিন
অক্টোবর ২৭, ২০২৪ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত দেশের ঐতিহ্যবাহী দীন-দরদী সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল সফল করতে হাটহাজারীর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর, রবিবার বিকাল ৫টায় হাটহাজারী পৌরসভাস্থ মাদরাসা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সংস্থার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সংস্থার সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ আগামী ৩০, ৩১অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিতব্য তাফসীর মাহফিল সফল করতে উপস্থিত সাংবাদিকবৃন্দের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল-আমিন সংস্থার উপদেষ্টা মুফতী জসীমউদ্দিন, সিনিয়র সহসভাপতি মাওলানা হাবীবুল হক বিন খালেদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. ওসমান, কার্যকরি সদস্য মাওলানা জাহাঙ্গীর, মাওলানা শহীদ, বাণিজ্য সম্পাদক মাওলানা হাশেম, সহপ্রচার সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক ওজায়ের হামিদি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।