এক অবিস্মরণীয় ইতিহাসের স্বাক্ষী হলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ।
আজ ১৪ই মার্চ মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে টাইগারদের বিপরীতে মাঠে নাম থ্রি লায়ন্সরা। ব্যর্থতার বৃত্ত ভেঙে চমৎকার ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন লিটন দাস। তার ফিফটি ও নাজমুল হোসেন শান্তর কার্যকর ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৫৮ রান।
দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের গাড়ি থামে ১৪২এ। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ডেভিড মালান।৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
প্রথম ২টি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই পকেটে পুড়ে ফেলায়, বাংলাদেশের সামনে মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল। ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রিটিশদের গুঁড়িয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল টাইগার বাহিনী।