amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরে ইংলিশদের বাংলাওয়াশ করলো টাইগাররা

আবদুল্লাহ আল নোমান
মার্চ ১৪, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

এক অবিস্মরণীয় ইতিহাসের স্বাক্ষী হলো মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।প্রথমবারের মতো ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ।

আজ ১৪ই মার্চ মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে টাইগারদের বিপরীতে মাঠে নাম থ্রি লায়ন্সরা। ব্যর্থতার বৃত্ত ভেঙে চমৎকার ব্যাটিংয়ে নিজেকে মেলে ধরলেন লিটন দাস। তার ফিফটি ও নাজমুল হোসেন শান্তর কার্যকর ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিলো ১৫৮ রান।

দ্বিতীয় ইনিংসে ১৫৯ রানের টার্গেট তাড়ায় ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের গাড়ি থামে ১৪২এ। ৪৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ডেভিড মালান।৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। একটি করে উইকেট পান তানভীর ইসলাম, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

প্রথম ২টি টি-টোয়েন্টি জিতে সিরিজ আগেই পকেটে পুড়ে ফেলায়, বাংলাদেশের সামনে মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার হাতছানি ছিল। ব্যাটিং-বোলিং সব ক্ষেত্রেই দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রিটিশদের গুঁড়িয়ে বিশ্ব ক্রিকেটকে চমকে দিল টাইগার বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।