amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুইনখালী বাজার সংলগ্ন ব্রিজটি ভেঙ্গে গিয়ে ঘটতে পারে প্রাণহানি।

স্টাফ রিপোর্টার:
জুলাই ৯, ২০২৩ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকারের আমলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের যোগাোযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলেও ব্যতিক্রম বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়ন। তুলাতলি নদীতে ব্রিজ হ’লেও সংযোগ সড়কের অভাবে কলসকাঠীবাসী তার সুফল থেকে বঞ্চিত।

মুইনখালী ব্রিজটি ভাঙ্গন কবলিত দক্ষিণ সাদিশ গ্রামের সাথে কলসকাঠী বন্দরের সংযোগ স্থাপন করেছে। এই ব্রিজ দিয়ে গ্রামের জনসাধারণসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা প্রতিদিন কলসকাঠী বন্দরে যাতায়াত করে। ব্রিজটি এমন অবস্থায় পৌঁছেছে, যেকোনো সময় ভেঙ্গে গিয়ে ঘটতে পারে প্রাণহানি। এলাকার মেম্বার এবং তরুণদের উদ্যোগ ও অর্থায়নে বেশ কয়েকবার ব্রিজটি মেরামত হয়েছে। পারাপারের সময় বেশ কয়েকবার দূর্ঘটনা ঘটেছে এবং কোমলমতি শিশুরা থাকে সর্বদা ভীতসন্ত্রস্ত। অনেক শিশু ভয়ে স্কুলে যেতে চায় না। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সাহেবের ফেসবুক আইডিতে তাহার আকুতি ফুটে উঠেছে যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাোযোগ করেও ব্রিজটি সহসা হওয়ার কোনো আশ্বাস পান নাই। জনস্বার্থে ব্রিজটি নতুনভাবে করা প্রয়োজন অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যত দূর্ঘটনার দায় কী এড়াতে পারবেন?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।