মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো চবি আবৃত্তি মঞ্চের ‘পথ আবৃত্তি’ অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ ‘পথ আবৃত্তি’ অনুষ্ঠিত হয়।
ইসরাত জাহান রুপা, উম্মে সালমা হিমি ও তাসলিম হাসানের সঞ্চালনায় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। পরবর্তীতে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব এর শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী বক্তব্য দেন চবি দর্শন বিভাগের অধ্যাপক ও মঞ্চের প্রধান উপদেষ্টা ড. মাছুম আহমেদ। তিনি বলেন,
মহান মুক্তিযুদ্ধে দেশ মাতৃকার জন্য তরুণসমাজ যেমন নিজের জীবন উৎসর্গ করেছিল তেমনি জুলাই বিপ্লবে এই তরুণরাই তার দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে তুচ্ছ করে। আমরা বিশ্বাস করি তারুণ্যের যে সংগ্রাম, চেতনা ও আদর্শ এটা বহমান থাকবে।
আর তরুণদের উদীপ্ত করতে এমন আবৃত্তি অনুষ্ঠান প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ও চবি সমন্বয়ক মাহফুজুর রহমান।
উৎসব মুখোর পরিবেশে আবৃত্তির পাশাপাশি ছিল গানের আসর। গান পরিবেশন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ব্যান্ড ভং স্টুডিও।
চবি আবৃত্তি মঞ্চের সভাপতি উম্মে সালমা নিঝুম বলেন, চবি আবৃত্তি মঞ্চ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন প্রগতিশীল একটি আবৃত্তি সংগঠন। আমরা প্রমিত ভাষার চর্চাকে বেগবান রাখতে এবং দেশীয় সুস্থ সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্টের সেই শহিদদের স্মরণে বিজয় এর মাসে আমাদের আজকের এ আয়োজন সাজানো হয়েছে। বাঙালির সকল সংগ্রামে, দ্রোহে-বিদ্রোহে প্রেরণা যুগিয়ে সারথী হয়েছে কবিতার প্রতিটি সত্য উচ্চারণ। দ্রোহে বিদ্রোহে জাগ্রত কবিতা এই স্লোগানকে ধারণ করে তাই আমাদের মৌলিক আয়োজন পথ আবৃত্তি।