চট্টগ্রামের বিভিন্ন থানার হত্যা,অস্ত্র, মারামারি সহ ৩০টি মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ২০ই নভেম্বর বিকাল সাড়ে চারটা নগরের লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারীর ১নং দক্ষিণ পাহাড়তলী এলাকার সন্দীপ কলোনীর মৃত মুজিবুল হকের পুত্র সুমন গত ৫ই আগস্ট হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ডবলমুরিং থানায় দায়ের করা হত্যা মামলার আসামি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে লালদীঘি এলাকা থেকে হত্যা ও অস্ত্রসহ ভূমিদস্যু ৩০টি মামলার আসামি মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালী ও ডবলমুরিং থানায় হাটহাজারী মডেল থানায় মামলা রয়েছে।
আপাতত কোতোয়ালী থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে। পরে ডবলমুরিং থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করা হবে।