amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৬ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুগদায় চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

এম রাসেল সরকার:
জুন ১৬, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মুগদায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেকেন্দার শেখ (৪০) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) দিবাগত রাত পৌনে ৩টার দিকে মানিকনগর সরদার বাড়ি গলিতে এ ঘটনা ঘটে।

আহত ওই রিকশাচালক জানান, পরিবার নিয়ে তিনি মুগদার মান্ডা কদম আলী ঝিলপাড় এলাকায় থাকেন। রাতে ভাড়ায় অটোরিকশা চালান। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ২০-২৫ বছর বয়সী এক যুবক মান্ডা থেকে তার রিকশায় যাত্রী বেশে ওঠেন। কাপ্তানবাজারে মুরগি কেনার জন্য যাবেন বলে জানান ওই যুবক। কাপ্তানবাজারে গেলে ওই যুবক জানান তার মানিব্যাগ বাসায় রেখে এসেছেন। সে জন্য তাকে আবার মান্ডায় নিয়ে যেতে হবে।

পথে মানিকনগর সরদার বাড়ি গলিতে ঢোকার পর যাত্রীবেশে থাকা ওই ছিনতাইকারী তার পিঠে কোপ দেন। তখন তিনি রিকশাটি ছিনতাই রুখতে ছিনতাইকারীর সঙ্গে ধস্তধস্তি করেন। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। তখন মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ছিনতাইকারী রিকশাটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন তিনি আবার উঠে রিকশার পেছনে ঝুলে পড়েন এবং চিৎকার করতে থাকেন। প্রায় আধা কিলোমিটার পর্যন্ত রিকশার পেছনে ঝুলে যাওয়ার পর আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন ছিনতাইকারী রিকশাটি রেখেই পালিয়ে যান।

এ সময় স্থানীয়রা আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। তার রিকশাটি থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান তার ছেলে ইমন শেখ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই রিকশাচালকের পিঠে, মুখমণ্ডলে, দুই হাতসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি মুগদা থানায় জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।