amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ অক্টোবর ২০২২

মুনিরীয়া তবলীগ ৫৭ নং দুবাই শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
অক্টোবর ১৭, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

হে যুবক নামাজ পড়, রোযা রাখ, নবী করিম (দ.) উপর দরুদ পড়, মাতৃভূমি শান্ত কর। খলিলুল্লাহ, আওলাদে মোস্তাফা (দ.) খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু যে অবিস্মরণীয় বাণী প্রদান করেছেন সে বাণীতে উজ্জীবিত হয়ে বর্তমানে লাখ লাখ মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম, নিয়মিত রোযা ও প্রতিদিন নবীজির উপর দরুদ পড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন করছেন।

রবিবার (১৬ অক্টোবর) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নং দুবাই শাখার উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে আয়োজিত এশায়াত মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সমাজে নিজেদেরকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ অকল্পনীয় ভূমিকা পালন করছে। পাশাপাশি এ ভূমিকার নেপথ্যে থাকা কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এছাড়াও সবাইকে আমিরাতের আইন-কানুন মেনে চলার বিশেষ অনুরোধ করেন বক্তারা।

মৌলানা মুহাম্মদ সোলায়মান এর পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে নাতে মোস্তফা (দ.) পেশ করেন মুহাম্মদ বোরহান উদ্দিন। পবিত্র কছিদা শরীফ পেশ করেন যথাক্রমে মুহাম্মদ আজাদ ও মুহাম্মদ হাছান।

৫৭ নং দুবাই শাখার সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ তৌহিদুল ইসলামের পরিচালনায় ও দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও ৫৭ নং দুবাই শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম। বিশেষ বক্তা ছিলেন মৌলানা মুহাম্মদ মুজিবুল করিম সহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আগত তরিক্বতপন্থি, মেহমান, বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা।

মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।