amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১ নভেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিশেষ আইনশৃঙ্খলা সভা

নিজস্ব প্রতিবেদনঃ
নভেম্বর ১, ২০২৩ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

মঙ্গলবার বিশেষ আইনশৃঙ্খলা সভা করেন লৌহজং উপজেলা প্রশাসন। বিএনপির অবরোধের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে জানমাল রক্ষা করার লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা এ সভার আয়োজন হয়েছে।

সরকারি অবকাঠামো ও স্থাপনার নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, লৌহজং থানার ওসি খোন্দকার ইমাম হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আবদুল মতিন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।