amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে সর্বস্তরের বিনম্র শ্রদ্ধা

শাহনাজ বেগম
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।
রাত ১২ টা ১ মিনিটে প্রথম প্রহরে শহিদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ -৩ আসনের সাংসদ এডভোকেট মৃণাল কান্তি দাস।

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।একে একে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম। শ্রদ্ধা জ্ঞাপন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনিস-উজ-জামান, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং ব্যক্তিবর্গ।

ভাষা শহীদদের প্রতি আরো শ্রদ্ধা নিবেদন করে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ।প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ও নীরবতা পালন করা হয়।

একুশ মানে মাথা নত না করা বা একুশ আমার চেতনা কে হৃদয়ে ধারণ ও লালন করার মধ্য দিয়ে শোক ও শ্রদ্ধায় বিনম্র চিত্তে জাতি স্মরণ করল ভাষা শহিদদের।“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি…”। সহ সঙ্গীত ও কবিতায় মুখরিত হয় শহিদ মিনার চত্বর।

ভাষা শহীদদের পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষ খালি পায়ে শহীদ মিনারে বিনম্র এই শ্রদ্ধা জ্ঞাপন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।