ধলেশ্বরী ক্রীড়া একাডেমি নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
১৬ই জুন শুক্রবার বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বাবুল খানের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সাইফুল্লাহ ভূইয়া , বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া শিক্ষক মো. জসিম উদ্দিন , সাবেক ক্রীড়া সংগঠক মো. খোকন, সাবেক খেলোয়াড় আঃ হালিম সরদার, নাদিম হোসেন, মাহমুদুর রহমান, নজরুল ইসলাম মাসুম,রিয়াজ আহমেদ, মোঃ দিদার হোসেন, পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম,পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও থিয়েটার সার্কেলের সাধারণ সম্পাদক আশরাফ আলী, পঞ্চসার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন, মাহফুজুর রহমান।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বাবুল খানকে অহবায়ক ও মো. শহীদুল্লাহ কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ সময় নবনির্বাচিত কমিটির আহবায়ক বাবুল খান বলেন এ ক্রীড়া সংগঠনের মাধ্যমে বিভিন্ন খেলাধুলায় যুবকদেরকে আকৃষ্ট করা হবে এবং এর মাধ্যমে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা যাবে। তিনি আরো বলেন পঞ্চসার ইউনিয়নের অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে।
মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করাতে হবে।
এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী ৭ দিনের মধ্যে সংগঠনটির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন।