amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জে ধলেশ্বরী ক্রীড়া একাডেমি: বাবুল খান আহবায়ক ও মো. শহীদুল্লাহ সদস্য সচিব

শাহনাজ বেগম::
জুন ১৭, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

ধলেশ্বরী ক্রীড়া একাডেমি নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ করেছে।

১৬ই জুন শুক্রবার বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বাবুল খানের সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সাইফুল্লাহ ভূইয়া , বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, ক্রীড়া শিক্ষক মো. জসিম উদ্দিন , সাবেক ক্রীড়া সংগঠক মো. খোকন, সাবেক খেলোয়াড় আঃ হালিম সরদার, নাদিম হোসেন, মাহমুদুর রহমান, নজরুল ইসলাম মাসুম,রিয়াজ আহমেদ, মোঃ দিদার হোসেন, পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম,পঞ্চসার সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও থিয়েটার সার্কেলের সাধারণ সম্পাদক আশরাফ আলী, পঞ্চসার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন, মাহফুজুর রহমান।

আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে বাবুল খানকে অহবায়ক ও মো. শহীদুল্লাহ কে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় নবনির্বাচিত কমিটির আহবায়ক বাবুল খান বলেন এ ক্রীড়া সংগঠনের মাধ্যমে বিভিন্ন খেলাধুলায় যুবকদেরকে আকৃষ্ট করা হবে এবং এর মাধ্যমে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা যাবে। তিনি আরো বলেন পঞ্চসার ইউনিয়নের অনেক ভালো ভালো খেলোয়াড় রয়েছে তাদেরকে খেলার সুযোগ করে দিতে হবে।

মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে হলে যুব সমাজকে খেলাধুলায় আকৃষ্ট করাতে হবে।

এ সময় নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী ৭ দিনের মধ্যে সংগঠনটির একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবেন বলে আশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।