amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর এলাকা থেকে চারজন ছিনতাইকারী গ্রেফতার

এম রাসেল সরকার::
এপ্রিল ৩০, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সিগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকা থেকে চার জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মো, রাকিব (২৩), মো, আকাশ (২৭), মো, রনি (২৫) ও নামমুল শেখ শুভ (২৮) বলে জানা যায়।

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, একটি মোবাইল ফোন ও নগদ-চার হাজার টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ পদ্মা সেতু সংলগ্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।