amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জ লৌহজং’র মেদিনীমন্ডলে গাঁজাসহ একজন গ্রেপ্তার

মতিউর রহমান রিয়াদঃ
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নয়ের দক্ষিণ মেদেনীমন্ডল মোঃ আব্দুল লতিফের মালিকানাধীন পদ্মা জেনারেল স্টোরের সামনে থেকে ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক ১.১০ মিনিটের সময় ২২ কেজি গাঁজাসহ মো. আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পদ্মা উত্তর থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাটি জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই সহযোগী পালিয়ে যায়। ২টি বস্তায় ভরা প্লাস্টিকের উপর কার্টুনটেপ দিয়ে মোড়ানো ৬ টি প্যাকেটে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

পদ্মা উত্তর থানার এস আই তাইফুর রহমানের সাথে কথা বললে তিনি জানান। এ এস আই আনিচুর রহমান ও সঙ্গীও ফোর্স আশিকুর রহমানকে নিয়ে ১৪ ই সেপ্টেম্বর রাতে নিয়মিত টহল দিচ্ছিলাম। রাত আনুমানিক ১.১০ টার সময় মেদেনীমন্ডল ইউনিয়নয়ের দক্ষিণ মেদেনীমন্ডল মোঃ আব্দুল লতিফের মালিকানাধীন পদ্মা জেনারেল স্টোরের সামনে দিয়ে অতিক্রম করার সময় সেখানে তিনজন ব্যক্তি সহ একটি সিএনজি দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। আমাদের টহল গাড়িটি তখন থামলে তিনজনের মধ্যে দুইজন আমাদের দেখে দৌড় দেয়। তৎক্ষণাৎ আমি সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একজনকে আটক করতে সক্ষম হই। পরে সিএনজিতে তল্লাশি করলে দুইটি বস্তার মধ্যে থেকে ছয়টি প্যাকেটে মোড়ানো গাজা দেখতে পেয়ে গাড়িসহ আমির হোসেনকে আটক করে থানায় নিয়ে আসি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি সিএনজি চালক মোঃ আমির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাক্ষনদি ইউনিয়নের ছোট মনোহরদি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।ধারণা করা হচ্ছে গাঁজার এই চালান টি ঢাকার কেরানীগঞ্জে যাওয়ার সম্ভাবনা ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. তোফায়েল হোসেন সরকার গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা করার সময় জানান। নিয়মিত টহলে মাদকের এই চালান টি সিএনজি চালকসহ আটক করা হয়েছে।নৌ পথে গাঁজার এই চালান টি আসছে ধারণা করা হচ্ছে। সিএনজি তে লোড করার সময় তাঁকে আটক করা হয়। আমার মনে হয় শুধু ২২ কেজি নয় আরও গাঁজা রয়েছে। থানায় মামলা দায়ের করা হয়েছে।বাকি আসামিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।