মুন্সীগঞ্জের সৃষ্টিশীল উদ্যমী কিছু মেধাবী তরুণের জীবন বোধের ভাবনা থেকে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বায়না।
সাধারণ খেটে খাওয়া মানুষ সমাজের একজন রাজা মিয়ার জীবনের গল্পকে সম্পূর্ণভাবে মোবাইলের মাধ্যমে ধারণ করে তুলে ধরা হয়েছে ” বায়না” চলচ্চিত্রে।
মূল ধারার সিনেমা থেকে বের হয়ে নিজেদের মত করে সমাজের নানা মুখী চরিত্র কে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে৷
পরাগ, সিফাত, রোহান, সাগরসহ আরো কিছু তরুণদের ভাবনা, নিজেদের পকেট মানি বাঁচিয়ে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে তাদের এই প্রচেষ্টা।
ইতিমধ্যেই শ্যুটিং প্রায় শেষের পথে। এডিটিং, ডাবিংসহ শেষ পর্যায়ের কাজগুলো শেষে খুব শীঘ্রই প্রিমিয়ার শো এর ঘোষণা দেবে তারা। মুন্সীগঞ্জের দর্শক সংস্কৃতি অঙ্গনের সকলের প্রতি সিনেমাটি দেখার আহবান জানিয়ে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আহবান জানান তারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।