amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১২ মে ২০২৩

মুন্সীগঞ্জের পঞ্চসারে ডাকাতি: মালামাল উদ্ধার, আটক ৩

শাহনাজ বেগম::
মে ১২, ২০২৩ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জে পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা বাজারে “মা স্বর্ণ শিল্পালয়ে” চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ৩ ডাকাতকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ।

গতকাল বৃহস্পতিবার ( ১১ মে) বেলা ১১ টায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুন বিপিএম পিপিএম।

প্রেস বিজ্ঞপ্তেিত আরো বলা হয়, গত ৯ মে আনুমানিক রাত সোয়া একটার দিকে ডিঙ্গাভাঙ্গা বাজারে অবস্থিত স্বর্ণ ব্যবসায়ী গোপাল কর্মকারের দোকান মা স্বর্ণ শিল্পালযে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে । গত ৮ মে প্রতিদিনের মতই রাত ১০ টায় গোপাল কর্মকার দোকান বন্ধ করে চলে যান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী , ৯ মে আনুমানিক রাত সোয়া একটার দিকে ডাকাতদল নৈশপ্রহরী আনোয়ার (৬৫) ও রাজ্জাক (৬০) কে মারধর ও অস্ত্রের ভয় দেখিযে জিম্মি করে ।

এরপর তারা মা স্বর্ণ শিল্পালয়ের তালা কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। এসময় ৯ সদস্যের ডাকাতদল আনুমানিক ৬ ভরি সোনা, ২০০ ভরি রূপা, নগদ ১লক্ষ ৫০ হাজার টাকা এবং গহনা তৈরির যন্ত্রসমূহ লুট করে নিযে যায় ।

স্বর্ণ ব্যবসায়ী গোপাল কর্মকার থানায় অভিযোগ দায়ের করলে মুন্সীগঞ্জ থানা ও ডিবি পুলিশ তদন্ত ও অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে ডাকাতদের চিহ্নিত করে এবং মোহাম্মদ সুজন (৩৬) , নাজমুল আবির (২৩) ও ইসমাঈল মোল্লা (৩০) নামে তিন ডাকাতকে গ্রেফতার করে । এসময় পুলিশ লুন্ঠিত ৮২ হাজার টাকা ,আড়াই ভরি স্রর্ণ , সাড়ে ১১৪ ভরি রূপা , ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করে । পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার ।

গ্রেফতারকৃত সুজন ৯টি মামলার ও ও নাজমুল ৪টি মামলার আসামী । পেশাদার ডাকাত দলের সদস্য হিসেবে পরিচিত এই ডাকাতির ঘটনার মূল পরিকল্পনাকারী ১০ মামলার আসামী রাকিব পোদ্দার পলাতক । চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার পুলিশ ও ডিবির চৌকস তৎপরতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুততম সময়ে রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে জানা গেছে প্রেস ব্রিফিং এ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।