মুন্সীগঞ্জে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে ২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় সরকারি শ্রীনগর কলেজকে ট্রাইবেকারে ১-৩ গোলে হারিয়ে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ চ্যাম্পিয়ন হয় ।
১৯ জুন (রবিবার) বিকালে মুন্সীগঞ্জ সদরে দুই কলেজের ফাইনাল ফুটবল ম্যাচের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিনে এর সভাপতিত্বে, খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌর মেয়র, মো. ফয়সাল বিপ্লব, মুন্সীগঞ্জ এসিল্যান্ড, মুন্সিগঞ্জ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুন্সিগঞ্জ সিভিল সার্জন অফিসার, গণমাধ্যমকর্মী, মুন্সীগঞ্জের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মুন্সিগঞ্জ জেলার শ্রেণী ও পেশার মানুষ ।