amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২ মে ২০২৩

মুন্সীগঞ্জে কমিউনিস্ট পার্টির মহান মে দিবস পালন

শাহনাজ বেগমঃ
মে ২, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জেও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) র উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।

“দুনিয়ার মজদুর এক হও”, “আন্তর্জাতিক শ্রমিক দিবস অমর হোক” এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জ জেলা ১ মে (সোমবার) মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ সংলগ্ন মাঠে বিকেল চারটায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও গণসংগীত এর আয়োজন করে।

আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশ নেন সিপিবির সাবেক সভাপতি শ.ম কামাল।

আলোচনায় আরো অংশ নেন মুন্সীগন্জ সদর উপজেলা কমিটি সভাপতি মোহাম্মদ আলী নাছিম, শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি সমর দত্ত, শহর শাখার সম্পাদক বন্যা আহমেদ ময়না, সিরাজদিখান কমিটির সদস্য শেফালী বেগম, কৃষক নেতা আঃ সোবহান, জেলা কমিটি
সদস্য সান্র মোহন্ত, উদীচী মুন্সীগন্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক আজিজা খাতুন মিতা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ জেলার সভাপতি হামিদা খাতুন।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সিপিবি মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুরে আলম বিপ্লব। গন-সংগীত পরিবেশন করে উদীচী মুন্সীগন্জ জেলা সংসদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।