amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৯ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩ পালন

শাহনাজ বেগম::
মে ২৯, ২০২৩ ৬:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

“গর্ভকালে চারবার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে  ‘নিরাপদ মাতৃত্ব দিবস-২০২৩’ উপলক্ষে বাংলাদেশ মহিলা  পরিষদ  মুন্সিগঞ্জ জেলা  শাখার স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপ-পরিষদের উদ্যোগে মা ও শিশু  কল্যাণ কেন্দ্র, মুন্সিগঞ্জ এ গর্ভবতী মায়েদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা  হয়।

২৮মে রবিবার মুন্সিগঞ্জ জেলা শাখার কার্যকরী সদস্য আক্তার জাহান খুঁকু এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের MO ডাঃ মনোয়ার বেগম ও সভাপতিত্ব করেন জেলা শাখার সহ-সভাপতি হামিদা খাতুন।

এছাড়াও মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা আক্তার, জেলা শাখার স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদা আক্তার, জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক ও FWV মাজেদা আক্তার টগর, জেলা শাখার পরিবেশ বিষয়ক সম্পাদক ও FWV সাজতারা আক্তার, সহকারী নার্সিং এ্যাটেনডেন্ট আঞ্জুমান আরা, স্বাস্থ্য পরিদর্শক, পৌরসভা, নাছিমা আক্তার,  FWV নাজনীন নাহার সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।