সাংবাদিক হত্যা- নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়ার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিক হত্যা- নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়ার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজের অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রুবেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে) এর সভাপতি এম আবদুল্লাহ।
প্রধান বক্তা ছিলেন বিএফইউজে এর মহাসচিব নুরুল আমিন রোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে এর সহ – সভাপতি ওবায়দুর রহমান শাহীন, প্রচার সম্পাদক মাহমুদ হাসান, দৈনিক টারমিগানের সম্পাদক ও প্রকাশক হাজী মুহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি হোসনে হাসানুল কবির, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , দেশব্যাপী সাংবাদিকদের হত্যা – নির্যাতনের বিচার, বন্ধ সংবাদ মাধ্যম খুলে দেওয়া ও ডিজিটাল আইন বাতিলের প্রতিবাদে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তিনি।
এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আহম্মেদ মতিউর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ, কার্যকারী সদস্য আব্দুল সালাম, সাংবাদিক শামসুল হুদা হিটু, তুষার আহমেদ, আনিছুর রহমান রলিন, লিটন মাহমুদ, রাজ মল্লিক, মোমিন বিশ্বাস, মোঃ ফরহাদ, মোমিন বিশ্বাসসহ আরো অনেকে।