amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৩ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মেসিকে নিষিদ্ধ করলো পিএসজি

adnan
মে ৩, ২০২৩ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি এবার নিষেধাজ্ঞার কবলে পরেছেন । বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এ দুই সপ্তাহ পিএসজির কোনো অনুশীলন বা খেলায় অংশ নিতে পারবেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

রবিবার (৩০ এপ্রিল) লিগ ওয়ানের ম্যাচে লরিয়ঁর বিপক্ষে ৩-১ গোলে হারে পিএসজি। ঘরের মাঠে সেই ম্যাচে পুরোটা সময় খেলেছিলেন মেসি। তারপর পরিবার নিয়ে সৌদি আরব সফরে যান সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

 

পিএসজি কোনো ফুটবল ক্লাব নয়, মেসির অবমাননায় ফরাসি ফুটবলার

বেশকিছুদিন ধরেই ক্লাবটির সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না মেসির। টানাপোড়েন সম্পর্কের মধ্যে পেলেন নিষেধাজ্ঞা। এই গ্রীষ্মেই পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি শেষ হবে মেসির। ক্রীড়াবিদরা মনে করছেন নিষেধাজ্ঞার ফলে চুক্তি নবায়নের সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেলো।

বিবিসি সংবাদ মাধ্যম জানায়, সৌদি আরবে যাওয়ার আগে অনুমতি চেয়ে ব্যর্থ হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তিনি মধ্যপ্রাচ্যের দেশটির পর্যটনের শুভেচ্ছাদূত। ক্লাব অনুমতি না দিলেও সৌদিতে ছুটি কাটাতে চলে যান বিশ্বসেরা ফুটবালার মেসি। বিষয়টি একেবারেই ভালোভাবে নেয়নি পিএসজি কর্তৃপক্ষ।

এ নিষেধাজ্ঞার ফলে মেসি পিএসজি ছাড়তে পারেন এমন গুঞ্জন যেন আরও শক্তিশালী হয়ে উঠলো। গত মার্চে বার্সেলোনার সহ- সভাপতি রাফায়েল ইয়ুস্তে বলেন, ক্যাম্প ন্যুতে ফেরাতে মেসির সঙ্গে যোগাযোগ করছেন তারা। গুঞ্জন আছে, সৌদি লিগে খেলারও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।