amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠিত

এস আই বাবু
মার্চ ৬, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে  নবীন বরণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নবীন বরণ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১০ ঘটিকায় মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত নানা আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম সঞ্চালনায় ও প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাহফুজুল হোসেন জেলা মধ্যমিক শিক্ষা অফিসার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বারাদী ক্যাম্প ইনর্চাজ এস আই মফিজুল ইসলাম, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাজিম উদ্দীন, সাজ্জাদ হোসেন মুলাম, জাকির হোসেন লিটন, মুনছুর আলী, ইসরাইল হোসেন। নবাগত শিক্ষার্থীদের  উদ্দেশ্যে বক্তারা বলেন শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত  করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে  পারবে সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না তারা জাতির জন্য বোঝা স্বরূপ।অনুষ্ঠানে   এসএসসি পরীক্ষার্থীদের বিদায় কৃতি শিক্ষার্থীদের মাঝে ইসলামি বই প্রদান করা হয় ও নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এসময় শিক্ষক, অভিভাবকসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।