amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২২ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে আইএফআইসি ব্যাংকের উদ্ধোধন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ২২, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে আইএফআইসি ব্যাংক উপশাখার উদ্ধোধন করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা একই সঙ্গে ফিতা কেটে এ ব্যাংক উপশাখার উদ্ধোধন করেন। উপজেলা সদর মোরেলগঞ্জ বাজারের রাজনীশ ভবনে এ ব্যাংকের শাখা উদ্ধোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী মো.মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন রাজনীতিবীদ সমাজ সেবক আবুবকর সিদ্দিক আবু, ডা. সুকুমার বিশ্বাস, মোরেলগঞ্জ ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগ সাবেক সভাপতি মুসফেকুর রহমান নাহার, সুনীল পোদ্দার, ব্যবসায়ী নান্টু সাহা, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন প্রমুখ। শুভেচ্ছা বক্তৃতা করেন আইএফআইসি ব্যাংক জেলা শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান ইসলাম। উপস্থানায় ছিলেন ব্যাংক কর্মকর্তা সেজুতি ইসলাম লিজিন।
সভা শেষে ফিতা কেটে এ উপশাখার উদ্ধোধন করা হয়। সভায় মোরেলগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী,সুধিজন অংশ গ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।