amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে সর্বস্র লুট

মোরেলগঞ্জ প্রতিনিধি::
জুন ১৯, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউপি মেম্বারের বাড়িতে চেতনানাশক স্প্রে দিয়ে লুটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার(১৮ জুন) ভোর রাত সাড়ে ৪ টার দিকে হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ৮ নং ওয়ার্ড মেম্বার জাহিদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

অজ্ঞাত দুর্বৃত্তরা সকলকে অজ্ঞান করে ঘরের বেড়া ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও একটি পালচার মোটরসাইকেলসহ কমপক্ষে ৭ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ইউনিয়ন পরিষদের মেম্বার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন।

ডাকাতদের চেতনানাশক স্প্রেতে গুরুতর আহত জাহিদুল ইসলামের পিতা মো. মোক্তার আলী মাঝি(৭২), মা শেফালী বেগম(৬৪) পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিছুটা স্বাভাবিক হয়ে পুলিশের সাথে বাড়ি ফিরেছেন জাহিদুল ইসলাম।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, মোরেলগঞ্জে অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে। মেম্বারের বাড়ির এ ঘটনাটি নিয়ে সন্দেহ রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।