কলি আক্তার মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপে ১৪ নং পঞ্চকরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। একই মাঠে বঙ্গমাতা টুর্নামেন্টে ১০৩ নং গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু টুর্নামেন্টে বিজয়ী দলের রায়হান মাসুদ ও বঙ্গমাতা দলে মাহিয়া মাহি শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান।
খেলা পরিচালনা করেন রতন সরকার ও শাজাহান আলী খান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।