amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৭ জুন ২০২২

মোরেলগঞ্জে সিসিডিবি’র প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ২৭, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে বাংলাদেশে দুর্যোগ ঝুকিপূর্ণ জনগষ্ঠির জন্য জরুরি প্রস্তুতি শক্তিশালী করণ এবং অবকাঠামো নির্মান প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু। শুভেচ্ছা বক্তৃতা করেন সিসিডিবি’র ফিল্ড অফিসার পার্থ প্রতিম দাস। বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নন, খাউলিয়া ইউপি চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিসিডিবি ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিনয় কুমার রায়, উপজেলা মেডিকেল অফিসার মেহজাবিন বর্ণা, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহাজাহান আহম্মেদ, ফায়ার সার্ভিস প্রতিনিধি, কর্মএলাকার ইউপি সদস্য ও সাংবাদিক বৃন্দ।
ফিল্ড অফিসার পার্থ প্রতিম দাস বলেন, ডায়াকোনায় কেটাসট্রোফেনাইলফ জার্মান অর্থায়নে দুর্যোগে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির জন্য খাউলিয়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের খাউলিয়া, পশরবুনীয়াও ফাসিয়াতলা গ্রামের জনগোষ্ঠি নিয়ে কাজ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।