amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ১০, ২০২২ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরহী ৮ম শ্রেণির এক ছাত্র নিহত ও অপর দুজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সাজ্জাল(১৪) গুলিয়াখালী গ্রামের দিনমজুর খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

অপর আহত মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি(২৫) ও তার ভাই সেরাজুল চাপরাশিকে(২৭) মোরেলগঞ্জ আরএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ঘটনার সময় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের ওষুধ বহনকারী ঢাকা মোট্রো-ম-১১-২৯৯২ নং পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।