amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ৩, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন অ্যাড. আমিরুল আলম মিলন এমপি ও সাধারণ সম্পাদক হয়েছেন এম এমদাদুল হক। আজ রবিবার বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।

৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহসভাপতি সরোয়ার হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, এইচ. এম মাহমুদ আলী, রবিন দত্ত, মাস্টার সাইদুর রহমান, ইকতিয়ার হোসেন দিলাল ও আব্দুল গফফার হাওলাদার। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে হারুন অর রশিদ, মোজাম্মেল হক ও অ্যাড. তাজিনুর রহমান পলাশকে। অর্থ সম্পাদক হয়েছেন পঙ্কজ ঘোষ।

২০১৯ সালের ২৪ নভেম্বর এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি ঘোষণা করা হয়েছিল। করোনা মহামারিসহ দলীয় নানা টানাপোড়েনের কারনে দু’জনকে নিয়ে গঠিত কমিটিই দায়িত্ব পালন করেছে দুই বছর ৭ মাস। এবারের কমিটিতে অধীক আলোচিত মুখ হচ্ছেন কার্যনির্বাহী কমিটির ৩ নং সদস্য সোমনাথ দে।

জাতীয় পার্টি থেকে তিনি সরাসরি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন। সোমনাথ দে এর আগে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, জাতীয় সংসদ সদস্য প্রার্থী, মেয়র প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।