amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মৎস্য ও মৎস্য পণ্যের মান নিয়ন্ত্রণ আইনের খসড়া নীতিমালা বাতিলের দাবিতে বশেফমুবিপ্রবিতে মানববন্ধন

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
জুন ১৫, ২০২৩ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত মৎস্য ও মৎস্য পণ্যের পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন-২০২৩ বাতিল করে ফিশারিজ গ্র‍্যাজুয়েটদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করে।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাছান, সহকারী প্রক্টর পার্থ সারথী দাশ, সহকারী প্রক্টর সৈয়দ আরিফুল হক, ছাত্রলীগের আহ্বায়ক কাওছার আহমেদ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক ইফতেখার ইসলাম তুষার, সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মুনতাসীর মাহমুদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন -‘মৎস্য সেক্টরকে টিকিয়ে রাখার পাশাপাশি সামনের দিকে এগিয়ে নিতে হলে ফিসারিজ গ্রাজুয়েট, এক্সপার্ট সহ সকল স্টেকহোল্ডারদের ভূমিকা অপরিসীম। তাই অবিলম্বে এই কালো আইন বাতিল করতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।