amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যতদিন পদ্মা, মেঘনা ও পাখির কিচিরমিচির থাকবে ততদিন এদেশ আ’লীগের হাতে থাকবে

আবিদ হাসান
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

‘যতদিন পদ্মা মেঘনা ও পাখির কিচিরমিচির থাকবে ততদিন এদেশ আওয়াম’লীগের হাতে থাকবে’ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ।

গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় ২১শে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিন বই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু , ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী, ভালুকা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু এবং ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।