‘যতদিন পদ্মা মেঘনা ও পাখির কিচিরমিচির থাকবে ততদিন এদেশ আওয়াম’লীগের হাতে থাকবে’ বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ।
গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকায় ২১শে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মোস্তফা এম এ মতিন বই মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মহিলা সংরক্ষিত আসনের সাংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু , ডেপুটি এটর্নি জেনারেল শাহ মোঃ আশরাফুল হক জর্জ, ভালুকা উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শওকত আলী, ভালুকা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু এবং ভালুকা মডেল থানা ওসি কামাল হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।