amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাটহাজারীতে র‍্যালী ও আলোচনা সভা

সাহাবুউদ্দিন সাইফ
অক্টোবর ২৭, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকালে উপজেলার চৌধুরীহাট এলাকায় র‍্যালীর পূর্বমুহূর্তে ওয়ার্ড যুবদলের আহবায়ক গাজী আলমগীর টিটুর সভাপতিত্বে ও উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ জাবেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দীন চেয়ারম্যান।

সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র আহবায়ক গাজী ইউছুপ। এসময় বক্তারা বলেন, বিএনপি বা অঙ্গসংগঠনের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন ব্যবসায়ী কিংবা কোন ব্যক্তির কাছ থেকে অন্যায় কিছু দাবি করে তাহলে সাথে সাথে আমাদের জানান, সেনাবাহিনীকে জানাবেন, র‍্যাবকে জানাবেন, পুলিশকে জানাবেন, আইনের হাতে তোলে দিবেন। আওয়ামী লীগের সাথে থেকে মাস্তানি ও চাঁদাবাজি করেছে এমন কোন কর্মী বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে জড়িত হতে পারবেনা। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সকল মানুষের প্রত্যক্ষ ভোটে দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী না হাওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।রাজপথে থেকে সাধারণ মানুষের মন জয় করে আগামী নির্বাচনে হাটহাজারী আসন থেকে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে নির্বাচিত করবো ইনশাল্লাহ।

এতে বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ড বিএনপির সদস্য সচিব শাহজাহান মঞ্জু, নুরুল হক পুতু, উপজেলা যুবদলের আহবায়ক ফখরুল হাসান, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবুল মনছুর, উত্তর জেলা যুবদল নেতা আবদুল কাদের, উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল কবির তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম সাইফুল, ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মুমিনুল হক সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়া উদ্দীন বাবলু, যুগ্ম আহবায়ক মিরাজ উদ্দীন সাগর, যুগ্ম আহবায়ক মো. শামীম, পারভেজ মোবারক, মো. আরাফাত, মো. হারুন, গিয়াস উদ্দীন, নঈম উদ্দীন, আনোয়ার, জামাল, মামুন, বাবর, আনোয়ার হোসেন, সালাউদ্দিন, রুবেল, ফারুক, ফরহাদ, আজাদ, আমজাদ, ইউনুচ, নেজামসহ আরো অনেকেই।

পরে সভাস্থল থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে ফতেয়াবাদ এলাকা প্রদক্ষিণ করে ফের সভাস্থলে এসে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।