amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রক্ত দিয়ে আর বাড়ী ফেরা হলোনা সেচ্ছাসেবী ইয়ার হোসেনের

স্টাফ রিপোর্টার:
জুন ১৮, ২০২৩ ৫:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে রক্ত দিয়ে ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের খাড়েরা এলাকায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকোট ইউনিয়নের সেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ব্যাংক অব আন্দিকুট ইউনিয়ন” এর সহ সাংগঠনিক সম্পাদক ইয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাড়েরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেনের বাড়ী মুরাদনগর উপজেলার দেওরা গ্রামে।

জানা যায়, শনিবার বিকেলে ভাইয়ের অপারেশনের প্রয়োজনে রক্ত দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি হাসপাতালে যায় ইয়ার হোসেন। সেখানে রক্ত দিয়ে মুরাদনগরে ফেরার পথে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা-সিলেট মহাসড়কে কসবা উপজেলার খাড়েরা এলাকায় আসা মাত্র একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার সাথে থাকা সংগঠনের আইডি কার্ড দেখে পরিচয় সনাক্ত করে সেখানকার স্থানীরা। এদিকে সহকর্মীর মৃত্যুর সংবাদে সংগঠনের সদস্যদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।