amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘পর্ব-পর্বান্তর’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

রবি প্রতিনিধি (ক্যাম্পাস)::
অক্টোবর ১৬, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে ‘পর্ব-পর্বান্তর’ শীর্ষক বিষয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে টেগর লেকচার থিয়েটারে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন কথা সাহিত্যিক মামুন হোসাইন।

সেমিনারে প্রবন্ধকার হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের প্রখ্যাত গবেষক ও প্রাবন্ধিক সৌমিত্র লাহিড়ী,পিন্টু ভৌমিক, কাজী কামাল নাসের (ভারত), অধ্যাপক উদয় শংকর বিশ্বাস ও অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।

সেমিনার শেষে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসময় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।