amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হলেন ইয়াতসিংহ শুভ

ফায়েজুর রহমান::
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিভাগের প্রভাষক ইয়াতসিংহ শুভ। আগামী ২ বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ ২৫ সেপ্টেম্বর (সোমবার) সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইয়াতসিংহ শুভ। তিনি সঙ্গীত বিভাগের ৩য় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইয়াতসিংহ শুভ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে বিএ এবং রবীন্দ্র সঙ্গীতে এমএ সম্পন্ন করেছেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি জানান,

আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করায় উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি বিভাগের প্রতি তাঁর সদয় দৃষ্টি বজায় রেখেছেন এবং এই বিভাগের কল্যাণে নানা রকম সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। একইসাথে দেবশ্রী দোলনকে খুব সুন্দরভাবে গত দুই বছর ধরে নেতৃত্ব দিয়ে সংগীত বিভাগকে এগিয়ে নিয়ে যাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন,

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ সংগীত বিষয়ে যুগোপযোগী, গবেষণামূলক ও আধুনিক উচ্চশিক্ষার ধারা অব্যাহত রাখার নিমিত্তে কাজ করে যাচ্ছে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ ও শিক্ষাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তথা তাঁর রচিত গানের চর্চা এবং তাঁর দেখানো পথকে অনুসরণ করা এই বিভাগের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন বিভাগের প্রভাষক দেবশ্রী দোলন। ৩য় চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্ব পেলেন ইয়াতসিংহ শুভ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।