রাঙামাটির রাজস্থলীতে পচা মাছ বিক্রি করায় ৩ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিন মাছ বিক্রেতা হলেন- হাসান, অংচাইনু মারমা ও সাগর দাশ।
বুধবার (২৭ জুলাই) সকাল ১১টায় অভিযান পরিচালনা করে এসব বিক্রেতাকে জরিমানা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তনু কুমার দাশ।
তিনি বলেন, রাজস্থলী বাজারে পচা মাছ বিক্রি করায় তিন বিক্রেতাকে ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

